চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নিহত জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসাইনের (৩৫) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫ টায় উপজেলার পূর্ব ধর্মপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। জানাজায় নানান শ্রেণীপেশার অসংখ্য মানুষের ঢল নামে। কেবল রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন তরুণ সমাজকর্মী হিসেবে এলাকায় আনোয়ার হোসেনের ছিল ব্যাপক জনপ্রিয়তা।
এর আগে সকাল সাড়ে ৯ টায় মহাসড়কের সীতাকুণ্ডের পৌরসভার পন্থিছিলা এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন আনোয়ার হোসাইন। জামায়াত ইসলামীর একটি সাংগঠনিক প্রোগ্রামে অংশগ্রহণ করতে পৌরসদর যাচ্ছিলেন তিনি।
জানাজা উত্তর বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসাইন ইসলামী আন্দোলনের একজন তেজোদ্দীপ্ত ও দুঃসাহসী সৈনিক ছিলেন। স্বৈরাচারী সরকারের সকল জুলুম নির্যাতন উপেক্ষা করে তিনি বারৈয়াঢালার মত উত্তপ্ত ময়দানে কাজ করেছেন। তিনি আমাদের মাঝ থেকে এভাবে চলে যাবেন তা ভাবতেও পারিনি। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাঁর পরিবারকে এই শোক সইবার তৌফিক দেন৷
জানাজায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর নায়েবে আমীর নজরুল ইসলাম, মহানগর সেক্রেটারী নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী আলাউদ্দীন সিকদার, সাংগঠনিক সেক্রেটারী আনোয়ার সিদ্দিকী চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবুবক্কর, সেক্রেটারী জসিম উদ্দিন আজাদ, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী রাশেদুজ্জামান মজুমদার, এসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী, ছাত্র শিবিরের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি সাজেত চৌধৃরী, সীতাকুণ্ড উপজেলা বিএনপি আহ্বায়ক ডা. কমল কদর ও মিরসরাই উপজেলা জামায়াতের আমীর নুরুল কবির। এছাড়াও জানাজায় স্থানীয় জামায়াত ইসলামী ও এর অঙ্গ সংগঠনের সকলস্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।