ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

নতুন ব্রিজ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২,প্রাণহানির আশঙ্কা হতাহত অনেকেই

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহীসহ ২জন নিহত হয়েছে। ভয়াবহ হতাহত হয়েছে জীবন ঝুঁকিতে পড়েছে পথচারী, ব্যবসায়ী, বাইক আরোহী, সিএনজি যাত্রীসহ অনেকেই। এতে বহু হতাহতের শঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) মইজ্জ্যারটেক কর্ণফুলী গার্ডেন ওভারব্রিজ এলাকায় নিউমার্কেট মুখী ইটবোঝাই বেপোয়ারা একটি ট্রাক রাত পোনে ১১টায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। টাকের চাপায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

নিহত কলেজ ছাত্রের নাম মো. ফয়সাল (২২)। তিনি উপজেলার শিকলবাহা বাংলাপাড়া এলাকার মীর আহমেদের ছেলে। নগরীর ইসলামিয়া কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তিনি। আর একজনের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাক্রমে,সিএনজি, মোটরসাইকেল ও পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩জন নিহত হয় বলে জানা যায়। কোনো কোনো সূত্র নিহতের সংখ্যা দুজনের বেশির কথা উল্লেখ করেছে। আহত হয়েছে অন্তত ৩০ জনেরও বেশি।

প্রতক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ট্রাকটি কর্ণফুলী ড্রাইডক থেকে এসএম স্টিলের স্ক্র্যাপ আনতে যাচ্ছিল বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়,নিহত ফয়সাল উপজেলার শিকলবাহা বাংলাপাড়া এলাকার মীর আহমেদ সওদাগরের ছেলে। শিক্ষার্থী ফয়সাল রাতে চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।

তবে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেছেন। তাদের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে। বাকিদেরকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটকসহ গাড়িটিও জব্দ করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved