চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসভার ইদিলপুর এলাকায় মাহফিলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন সীতাকুণ্ড প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ নিউজ টুডে’র সিনিয়র স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন।
৩০ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাতটার দিকে পৌরসভার দক্ষিণ ইদিলপুর গ্রামের বায়তুল জান্নাত মসজিদের সামনে হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার বাদে মাগরিবের পর স্থানীয় এক সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে।সরকার পতনের পর বিভিন্ন এলাকায় ছাত্রলীগ,যুবলীগ এবং আওয়ামী লীগ পালিয়ে গেলেও ইদিলপুর গ্রামে কিছু নেতাদের আশ্রয় প্রশ্রয়ে তারা সংগঠিত হয়ে হামলা চালায়।যদি কেউ এগিয়ে না আসত তাহলে বড় ধরনের ঘটনা ঘটে যেত বলে মনে করছি।
হামলায় আঘাত প্রাপ্ত সাংবাদিক জয়নাল আবেদীন বলেন, পৌরসভার ইদিলপুর এলাকায় মাহফিলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের হাতে হামলায় আহত হয়েছি।বাদে মাগরিবের পর সেখানে গেলে আমাকে ধমকের স্বরে ৬/৭ জন ছেলেরা বলে ছাত্রলীগের বিরুদ্ধে নিউজ কেন করছস? ফেসবুকে ছাত্রলীগের বিরুদ্ধে কি লিখিস ? মরণের ভয় নাই তোর ? আমার মামা ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাইফুল তার বিরুদ্ধে লিখার খেসারত তোকে দিতে হবে।তবে এরা এলাকায় চিহ্নিত ছাত্রলীগ হিসেবে পরিচিত।জানা গেছে বর্তমানে ছাত্রদলে অনুপ্রবেশের চেষ্টায় আছে।এই ঘটনার পরেও আমাকে মারার জন্য তারা মুখিয়ে আছে।আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।