সম্প্রতি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হলো একক নাটক ‘সন্তান যখন শত্রু’। পারিবারিক গল্পের এই নাটকটি রচনা করেছেন রাফি আহমেদ। নাটকটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মোঃ জামান।
এই নাটকে অভিনয় করেছেন – রাফি আহমেদ, হাসিমুন, বৈদ্যনাথ সাহা, সুরাইয়া নিল, নাসির উদ্দিন, মেহেদী মিঠু, আর কে হৃদয় এবং অন্যান্য।
গল্পে দেখা যাবে,সামাজিক অবক্ষয়ের প্রেক্ষাপটে নির্মিত এই নাটক।নেশা একটি মানুষের জীবন ধ্বংস করে দেয়, একটি সমাজকে ধ্বংস করে দেয়, এই নেশার ছোবলে পরে পরিবারের একটি যুবক ছেলের মাধ্যমে গোটা পরিবার কিভাবে ধ্বংস হয়ে যায় সেটাই এই নাটকে দেখানো হয়েছে।
নির্মাতা মো: জামান বলেন,যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে মাদক থেকে দূরে থাকতে হবে বলে মনে করেন পরিচালক। পরিবারের কেউ যদি মাদক সেবনকারী হয় তাহলে তার প্রতি মায়া না দেখিয়ে রিহ্যাবে পাঠানো উচিত অথবা প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিত, না হলে হতে পারে অনেক বড় ক্ষতির কারণ।
খুব শীঘ্রই নাটকটি “মুভি টাইম” ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। চন্দ্রিমা মডেল টাউন এর “চিত্রকল্প শুটিং হাউজে” নাটকটির শুটিং হয়েছে।