কাপ্তাই প্রতিনিধি
আজ বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪ বিকাল ০৪ ঘটিকায় রাঙ্গামাটি কাপ্তাই কর্ণফুলী সরকারী কলেজ মাঠ এ ক্রিকেট পিচ প্রধান অতিথি থেকে উদ্ধোধন করেন,
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।
মাদক মুক্ত পরিবেশ এবং যুব সমাজকে ক্রীড়ামুখী ও মাঠমুখী করার প্রত্যয়ে কাপ্তাই শহীদ সামুসুদ্দীন আহমেদ তিবরীজি স্মৃতি সংঘের সহযোগিতায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন এর পৃষ্ঠপোষকতায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ মাঠে ক্রিকেট পিচ এর উদ্বোধন করা হয়েছে। এই সময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কর্ণফুলী কলেজ প্রভাষক মো জসিম উদ্দিন, আল আমিন নূরিয়া মাদ্রাসা র সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের,সনাতন যুব পরিষদ কাপ্তাই উপজেলা র সাধারণ সম্পাদক অভি শাহ, তিব্বিজি সংঘের মোঃ ইয়াকুব, আব্দুল আল মামুন অপু, রজব আলী সহ তিবরিজী সংঘের খেলোয়াড় ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। কর্ণফুলী কলেজ মাঠ ক্রিকেট পিচ উদ্ধোধনের সময় প্রধান অতিথি সহ বক্তরা বলেন, এই এলাকার খেলোয়াড়দের উৎসাহিত ও মাদক হতে দুরে রাখতে খেলাধুলা মাধ্যমে মননশীল রাখার জন্যে এই উদ্ধেগ নেওয়া হয় বলে জানান
