ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

হাজী ওমর আলী ফাউন্ডেশন’র ফ্রি মেডিকেল ক্যাম্প:জনসেবায় প্রশংসিত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় হাজী ওমর আলী ফাউন্ডেশন এর আয়োজনে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সেবায় রোগীর রক্তের গ্রুপ ও ডায়াবেটিক নির্ণয়সহ নানা নানা রোগের ডাক্তারি চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবামূলক ও জনসেবা কার্যক্রমে জনমতে প্রশংসিত আলোচিত হয়েছেন। ফ্রি ক্যাম্পে মানবিক ইতিহাস গঠন করলো। যা ব্যপক আলোচিত হয়েছে সেবা গ্রহীতা সাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অসহায় সামর্থ্যহীন এলাকার মানুষের মাঝে।

১৯ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রাঙ্গুনিয়া ১২ নং কোদালা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ১,৪৮০ জন রোগী সেবা পেয়েছেন।

ফকিরপাড়া হাজী ওমর আলী মেম্বারের সুযোগ্য সন্তান বিশিষ্ট দানবীর গরিব দুঃখী মানুষের পরম বন্ধু ও সমাজ সেবক আব্দুল কুদ্দুস গরিব অসহায় এর চিকিৎসা সেবা দিয়ে এক মানবিক ইতিহাস গঠন করলো। জনমত প্রশংসিত আলোচিত হয়েছে সেবা গ্রহীতা রবি ও এলাকার মানুষের মাঝে। সমাজের গরিব দুঃখী মানুষের ফ্রি চিকিৎসা করার জন্য উদ্যোগ নিল ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে গাইনি ডাক্তার আছেন, শিশু ডাক্তার আছেন, ডায়াবেটিস ডাক্তার আছেন, মেডিসিন ডাক্তার আছেন।

সেবা গ্রহীতা একজন রোগী মোছাম্মৎ রোকেয়া বেগম কান্না কন্ঠে বলেন,আমি দোয়া করি আব্দুল কুদ্দুস কে আল্লায় যেন হায়াত বাড়িয়ে দেন ও তিনি আছে বলেই আজ আমরা ভালো চিকিৎসা পেলাম ভালো ডাক্তার দেখাতে পারলাম আল্লাহ যেন এরকম সন্তান প্রতিটি ঘরে ঘরে দেয় এই দোয়া করি।

আরেকজন রোগী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এই কোদালা ইউনিনে অনেক ধনী লোক আছে কেউ এরকম উদ্যোগ্য নেয় নাই, একমাত্র আব্দুল কুদ্দুসই নিয়েছেন সে আমাদের সন্তান আমরা তার কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। সে যে আমরা গ্রামবাসী জন্য চিন্তা করেছেন আল্লাহ তাকে হায়াত দারাজ করুক এই দোয়া করি।

সার্বিক তত্ত্বাবধায়ক ও পরিচালক আব্দুল কুদ্দুস বলেন,মানুষ অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত নেয়ামত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আমি বিগত দুই আড়াই বছর আগে অসুস্থ হয়েছিলাম আমি দেখলাম এই কোদালা ইউনিয়নের মানুষ আমাকে কতটা ভালোবাসে আমি মনে করি মানুষের দোয়ায় আজ আমি বেঁচে আছি। আমার ইউনিয়নের মানুষ আমার জন্য এতো দোয়া করেছেন যা আমি কখনো ওদেরকে ভুলতে পারবো না, তাই আমি চিন্তা করলাম আমার গ্রামের মানুষের জন্য কিছু একটা করি।

আমার গ্রামের অনেক গরীব মানুষ আছে শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাতে পারে না তাই আমি চিন্তা করলাম আমার গ্রামের মানুষের জন্য চিকিৎসা সেবা গঠন করি এর সম্পূর্ণ খরচ আমি নিজে বহন করব ইনশাল্লাহ। আগত ডাক্তারগণ আমার গ্রামের মানুষদের কে সুন্দরভাবে চিকিৎসা সেবা দিতে পেরেছেন এজন্য আমি ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আয়োজক আব্দুল কুদ্দুস আরো বলেন,এত বড় প্রোগ্রাম আমার একার পক্ষে সম্ভব ছিলনা আমাকে সহযোগিতা করেছেন আমার বড় ভাই আব্দুল করিম ও আব্দুল হালিম, আমার মামা হাফেজ খোরশেদ, মাওলানা আবুল ফয়েজ, আমার সহকর্মী আল মদিনা ফার্নিচার মালিক হাসান কোম্পানি, ডাক্তার কুতুব উদ্দিন, ভাগিনা আইয়ুব, কাজি লোকমান, মোঃ জাহাঙ্গীর মোঃ রাশেদ, আব্দুল্লাহ মাস্টার, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ সোহেল, মাওলানা মোঃ তালিমু উদ্দিন, মো: রোকন উদ্দিনসহ আরো অনেক শুভাকাঙ্ক্ষী। সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সবাই সহযোগিতা করার জন্য।মহান আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আমিন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved