নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন (বগা) নেতৃত্ব সেবামূলক কার্যক্রমে ও ডেঙ্গু প্রতিরোধক সচেতনতা মূলক লিফলেট বিতরণ।
আজ শুক্রবার (১ নভেম্বর) বাদ জুমা সেবামূলক ধারাবাহিক কার্যক্রম এর মধ্যে লিফলেট বিতরণ সহ সমাজের বিভিন্ন কার্যক্রম হিসেবে, খুলশী থানা ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড এ বিভিন্ন দোকান বাসা বাড়ির জমানো ময়লা পানি, ও ময়লা আবর্জনা পরিস্কার পরিছন্ন রাখার আহবান জানান।
সেবামূলক কার্যক্রমে এ সময় ওয়াকিল হোসেন বগা বলেন,আমাদের নগর পিতা ডক্টর শাহাদাত ভাই এর নেতৃত্ব আমরা সআাই ঐক্যবদ্ধ। আগামীতে বিএনপি নেতা, চট্টগ্রাম মহানগর সাবেক বিএনপি সভাপতি, বর্তমান চট্টগ্রাম এর মেয়র ড. শাহাদাত ভাই চট্টগ্রাম কে আর পরিস্কার পরিছন্ন নগরী হিসেবে গড়ে তুলা হবে।
চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন বগা এক ঝাক তরুণ প্রজন্মের তরুণদের নিয়ে নিজ উদ্যাগে নগরির বিভিন্ন জায়গায় ডেঙ্গু প্রতিরোধক লিফলেট বিতরণ করেন।
তিনি আরো বলেন, এলাকার সাধারণ মানুষকে সর্বদায় সজাগ সচেতন নাগরিক হিসেবে দেখতে চাই। নাগরিক নিরাপত্তায় নগরবাসীর অধিকার সেবা’য় নিরাপদ নিশ্চিন্তে আধুনিক মানসপন্ন নগরের নিশ্চয়তা চাই। কথাই নয়, কাজেই পরিচয় আমরা শতভাগ স্বাধীন নাগরিক অধিকার বাস্তবতায় দেখতে চাই।
আমার এলাকা খুলশী থানা ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড এ সাধারণ মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমিও এলাকাবাসীর যে কোন প্রয়োজনে পাশে থেকে কাছে থেকে রাজনীতি আদর্শে এলাকার মানুষ আলোকিত করতে সকলের আন্তরিক সহযোগিতা সহায়তা চাই। সাধারণ মানুষের জনসেবা করে পরবর্তী সময় এবং জীবন কাটাতে চাই। আমার এলাকায় সাধারণ মানুষদের আমি অনেক ভালোবাসি।
