নিজস্ব প্রতিবেদক
ডিবি মোবারকের সাদা-কালো রিপোর্টে নেপথ্যে রয়েছে অভিযুক্তদের অপকাণ্ড ধামাচাপার সু কৌশলের অপচেষ্টা। তার কথায়-ই সে অপেশাদার মিথ্যাবাদী। তার তদন্তের সত্যতায় বাদির পক্ষে প্রমাণিত সত্বেও মামলার ফাইনাল রিপোর্ট দিয়েছে বাদির বিপক্ষেই। সাধারণ মানুষের বিপরীতে কাজ করেছে প্রশাসন! এ যেন রক্ষকেই যেন ভক্ষক। অপক্ষমতা টাকা ছাড়া ঘুষ ছাড়া আইন প্রশাসনের পুলিশ তার রিপোর্ট আইনের সেবা সুবিধা সাধারণ নিরহ মানুষের হয়ে কাজ করে না। ভুক্তভোগী তার সাক্ষী ও সাধারণ মানুষের জনমনে প্রশ্ন ? তাহলে সাধারণ মানুষ বিচার পাবে কোথায়! কি করেছে মাঠ পর্যায়ে প্রশাসন! প্রশাসন নিষ্ক্রিয় জনগণের কাছে আস্থাহীন জনবিরোধীকাজে প্রশ্নবিদ্ধ। এমন বাস্তবচিত্র চিন্তাচেতনা মন মানসিকতা দেশের মানুষের প্রশাসনের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া নতুন নয়। তবে প্রশাসন দ্বারা উপকৃত হয়েছে তাও অসত্য নয়।
বিস্তারিত পরবর্তী পর্বে…..