বিশেষ সংবাদদাতা:
১১ নভেম্বর -২০২৪ খ্রী. নগরীর খুলশীতে অবস্থিত গোল্ডেন স্পুন হোটেল্র ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসা, জিএফএফও, সেভ দ্য চিলড্রেন বাস্তবায়িত GFFO- “Child centred anticipatory action for better preparedness of communities and local in Northern area in Bangladesh” প্রকল্পের উদ্যোগে প্রকল্পভূক্ত শিশু ও তরুণদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুরুতে প্রকল্প সম্পর্কিত ধারণা ও প্রশিক্ষণের উদ্দেশ্য বর্ণনা করেন ইপসার প্রজেক্ট ম্যানেজার ( GFFO-Anticipatory Action) সানজিদা আক্তার। উক্ত প্রশিক্ষণে পাহাড়ধসের ঝুঁকি, সামগ্রিক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে শিশু ও তরুণদের উপর সামাজিক ও আচরণগত প্রভাব, এডভোকেসী কার্যক্রম সম্পর্কিত সেশন পরিচালনা করেন লেখক ও সাংবাদিক ওমর কায়সার, প্রচলিত পূর্বাভাস/ আগাম সতর্কবার্তা সম্পর্কিত সেশন পরিচালনা করেন চট্টগ্রাম আবহাওয়া ও সম্প্রচার কেন্দ্রের ইন্সপেক্টর, আবহাওয়া বিজ্ঞানী উজ্জ্বল কান্তি পাল, পাহাড়ধসের ঝুঁকি ও এন্টিসিপেটরী এ্যাকশন সম্পর্কিত সেশন পরিচালনা করেন ইপসার মনিটরিং ও ইভাল্যুয়েশন কর্মকর্তা মু. শাহরিয়ার আলম, ইপসা এবং সেভ দ্য চিলড্র্বেন সুরক্ষা নীতিমালা এবং শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কিত বিষয়ে আলোকপাত করেন ইপসার প্রকল্প কর্মকর্তা মু. আতাউল হাকিম।
উল্লেখ্য ইপসার শিশুকেন্দ্রিক আগাম ব্যবস্থামূলক প্রকল্প কার্যক্রমে সাথে সংশ্লিষ্ট শিশু ও তরুণদের সামগ্রিক দক্ষতা উন্নয়ন, দুর্যোগের পূর্বপ্রস্তুতিমূলক কার্যক্রমে শিশু ও যুবদের অংশগ্রহণ নিশ্চিতকরা, তাঁদের মতামত গ্রহণ, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে ওকালতি /পক্ষ সমর্থনে শিশু ও তরুণদের ভূমিকা সংশ্লিষ্ট বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন ও গ্রুপ ভিত্তিক ব্যবহারিক সেশন পরিচালিত হয়। সেশন শেষে শিশু ও যুবদের সমন্বয় পাহাড় রক্ষা ক্লাব গঠিত হয় এবং সামগ্রিক কর্মপদ্ধতি নির্ধারণ করা হয়।