মোহাম্মদ মাসুদ
বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) রাঙামাটির বরকল উপজেলাধীন থেগামুখ সীমান্তবর্তী কর্ণফুলী নদী থেকে প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ১,০৭৫ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে।
অদ্য ১২ নভেম্বর,কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় মালিকবিহীন ১০৭৪.৯২ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ আটক করতে সক্ষম হয়। তথ্য নিশ্চিত করেছেন,লেঃ কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি। অধিনায়ক ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি),রাঙামাটি।
বিজিবি সূত্রে জানা যায়,অধীনস্থ থেগামুখ বিওপি’র টহলদল গোপন তথ্যে দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৩৩৬/২-আরবি-২ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেগামুখ বাজার এলাকায় কর্ণফূলী নদীতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় মালিকবিহীন ১০৭৪.৯২ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠের আনুমানিক সিজারমূল্য-২১,৮৮,৫৩৭.১২/- টাকা।
জব্দকৃত কাঠ রাঙাগামাটি বন বিভাগে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।