ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজের গভর্ণিং বডির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে চট্রগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ, সহকারি অধ্যাপক মো: মাছউদুর রহমানকে সভাপতি ও মোজাম্মেল হককে বিদ্যোৎসাহী সদস্য, প্রতিষ্ঠাতা বা দাতা সদস্য একজন, শিক্ষক প্রতিনিধি একজন এবং অত্র কলেজের অধ্যাক্ষ মহসিন সরকারকে সদস্য সচিব করা হয়েছে।
তাঁদের মধ্যে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে মনোনীত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। বুধবার (১৩ নভেম্বর) ওই কমিটির অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার।