ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় শুক্রবার বিকালে বড়াইল বাজারে বড়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে৷
এসময় বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আবুল বাসার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. সায়েদুল হক সাঈদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক মোঃ মমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী আলাউদ্দিন আল আজাদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, বড়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ্ব আলমগীর, বড়াইল ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি ডা: সুমন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক শামিম খাঁন, কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রিয়াজ মুন্সি,কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফুল মিয়া, বিএনপি নেতা জামাল উদ্দিন, নাটঘর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আমিনুর রহমান মহাজন, বিএনপি নেতা কাজী নুরুল ইসলাম, বড়াইল ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম খান প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সায়েদুল হক সাঈদ বলেন আমি যদি এমপি হতে পারি নবীনগর একটি মডেল উপজেলা হবে,কোন দাঙ্গা ফসাদ থাকবে না,নবীনগর কে দারিদ্র্যমুক্ত,বেকার মুক্ত, মাদকমুক্ত করব,আমি নবীনগরে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে সমবায়ের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান করে দারিদ্র্যমুক্ত করব, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন রয়েছে সেখানে নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করব,নবীনগরের সকল প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে আগামী প্রজন্মকে উপযুক্ত করে গড়ে তুলবো।