ঢাকা, বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র, ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল যমজ শিশুর

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী যমজ শিশুর মারা গেছে। আজ বুধবার দুপুরে শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ।

জানা যায়, শিশু দুটির নাম রেজুওয়ানা ও রেজবানা। তারা শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির সন্তান।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, শিশু দুইজন বেশিরভাগ সময় নানার বাড়ি শ্রীবরদীর ডনডনিয়াতেই থাকতো। বুধবার সকালে খেলতে বের হয়ে একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে ওই পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, ‘মৃত শিশুদের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনাময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করা হলে, লাশ তাদের হাতে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved