ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১, ৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ

পাহাড়তলী থানা লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগকারী আসামি অস্রসহ আটক

ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের ইস্যুতে ৫ আগস্ট সিএমপির পাহাড়তলী থানা লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের আসামি দো-নলা বন্দুকসহ গ্রেফতার।

২৩ নভেম্বর ভোরে আভিযানিক টিম মোঃ পারভেজ (২৮)-কে পাহাড়তলী থানাধীন সিগন্যাল এলাকা থেকে গ্রেফতার করে।

নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িত সন্দেহে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে আসামিকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, গত ০৫ আগস্ট থানা অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যান্য লোকজনের সঙ্গে সেও জড়িত ছিল। আটককৃত মোঃ পারভেজকে জিজ্ঞাসাবাদ করলে জানায় যে, তার নিকট একটি অবৈধ অস্ত্র আছে। উক্ত অবৈধ অস্ত্রটি সে পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের ভিতরে আক্কেল আলী মিস্ত্রীর বাড়ি পিছনে পরিত্যক্ত ভবনের পাশে মাটির নিচে কালো রঙের পলিথিনে মুড়িয়ে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ মঈনুর রহমান ও অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ একটি আভিযানিক দলকে সাথে নিয়ে হাজী ক্যাম্পের ভিতরে আক্কেল আলী মিস্ত্রীর বাড়ির পিছনে অবস্থিত পরিত্যক্ত ভবনের পাশে অভিযান পরিচালনা করে আসামির স্বীকারোক্তি ও দেখানোমতে উপস্থিত লোকজনের উপস্থিতিতে আজ ২৩ নভেম্বর রাতে সাড়ে ৮টায় দো-নলা বন্দুকটি উদ্ধার করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved