ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১, ৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ

চট্টগ্রামে এসআইবিএলের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ

চাকরিচ্যুত করার প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সড়ক অবরোধ করেছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা।

আজ রবিবার ২৪ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন তারা।

এসময় বৈষম্যের ঠাঁই নাই আমার তোমার বাংলায় লড়তে হলে লড়বো, চাকরি নিয়ে ফিরবো। এক দফা এক দাবি, চাকরি চাই চাকরি চাই সহ নানা স্লোগান দেন তারা।

চাকরিচ্যুত এক ব্যক্তি বলেন , গত তিন মাস সংকট থাকাকালে আমরা ব্যাংকে অমানবিক কষ্ট করেছি, যাতে ব্যাংক ঘুরে দাঁড়ায়। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেছি। অথচ, এক নোটিশে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা আমাদের চাকরি ফেরত চাই।

এর আগে, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ৬৭২ কর্মকর্তাকে ছাঁটাই করে বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক। ওইদিন এসব কর্মকর্তাকে ইমেইলের মাধ্যমে চাকরিচ্যুতির বিষয়টি জানানো হয়। পরে ব্যাংকে উপস্থিত হওয়া কর্মীদের চাকরিচ্যুতিপত্র ধরিয়ে দেওয়া হয়।

বর্তমানে চাকরিচ্যুত ব্যাংকারদের পরিবারের সদস্যদের মধ্যে দূরদর্শা চলতেছে কিভাবে চলবে তাদের সংসার।

চাকরিচ্যুতরা জানান, তাদের দাবি মেনে না নিলে, সামনে তারা আরো কঠোর কর্মসূচি পালন করবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved