ঢাকার বাড্ডা থেকে আগত এক পর্যটকের হারিয়ে যাওয়া ব্যাগ ও মালামাল উদ্ধার করে ফেরত দিলো ট্যুরিস্ট পুলিশ ইনানী জোন কক্সবাজার।
আজ ২৬ নভেম্বর সকালের দিকে ঢাকা’র বাড্ডা থেকে পরিবারকে নিয়ে কক্সবাজারে সময় কাটাতে আসেন মো: আলিমুল হক। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পরিবার নিয়ে ইজিবাইক ভাড়া করে ছুটে যান ইনানী বিচে। ইজিবাইকের চালকের নিকট নিজেদের ব্যাগ ও অন্যান্য মালামালও রেখে বিচে নামেন। বিচ থেকে ফিরে এসে দেখেন ইজিবাইকও নাই তাদের ব্যাগও নাই। দিশেহারা হয়ে ছুটে যান ইনানী বিচে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশের কাছে। তারা তাদের অভিযোগের বিষয়ে জানান ট্যুরিস্ট পুলিশকে।
ট্যুরিস্ট পুলিশ ইনানী বিচের ডিউটি ইনচার্জ এসআই সামাদ বিস্তারিত বর্ণনা জেনে ও সম্ভাব্য তথ্য সংগ্রহ করে তার টিমকে নিয়ে কাজ শুরু করেন পর্যটক আলিমুল সাহেবের ব্যাগ উদ্ধার কাজে। তিনি বিভিন্ন প্রযুক্তিগত উৎকর্ষতার সহায়তা নিয়ে ও গোপন তথ্যের ভিত্তিতে ইজিবাইক চালকের সাথে যোগাযোগ করে তাকে আটক করতে সমর্থ হন। পরবর্তীতে ব্যাগ ও ব্যাগের ভিতরের সকল মূল্যবান মালামালসহ উক্ত ইজিবাইক চালক ইনানী বিচে হাজির হন। ট্যুরিস্ট পুলিশ ইনানী বিচের ডিউটি ইনচার্জ এসআই সামাদ সকল মালামাল উদ্ধার করে ভুক্তভোগী আলিমুল সাহেবকে জিডিমূলে বুঝিয়ে দেন। সকল মালামাল ফিরে পেয়ে অত্যন্ত উচ্ছাস প্রকাশ করেন মো: আলিমুল হক ও তার পরিবার। তারা সকলে ট্যুরিস্ট পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, ট্যুরিস্ট পুলিশ হিসেবে আমরা আলিমুল সাহেবের মালামাল উদ্ধার করে ফেরত দিতে পেরে আমরাও অত্যন্ত আনন্দিত। পর্যটকরা ভ্রমণে এসে যাতে আনন্দ উপভোগ করে চলে যেতে পারেন সেলক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রাত-দিন পরিশ্রম করে। প্রত্যেক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।