ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

কবি মাঈন উদ্দীন রাকিব এর তিনটি কবিতা

মোরা একটি মিছিল হতে

মোরা একটি মিছিল হতে লক্ষ মিছিলের পথে
মোদের দিতে বাধা সাধ্য নাই কারো বাহুতে।
মোরা নজরুল তিতুমীর ক্ষুদিরাম মাস্টারদার জ্ঞাতি
মোরা বায়ান্ন হতে একাত্তর হয়ে ক্রমশ হাঁটি।
মোরা স্পর্ধায় রাখি চরণতল করিবার লোহিত ক্ষিতি
মোদের মাথায় আছে আজাদ মাতার সেই হস্ত দুটি।
মোরা তপ্ত জমিজিরাতের বুকে দুর্বার ঘাস
মোদের ক্ষিতিধর সম বক্ষে প্রতিবাদের বাস।
মোরা অনন্তকাল প্রতিবাদ, অগ্নি হুতাশন
মোদের রক্তে হয় চিরকাল অনাচার প্রক্ষালন।
নজরুল ভাষ্যমতে, মোরা ঝঞ্চ্বার মতো উদ্দাম
বন্দুকের উজানে আছে সদা মোদের সংগ্রাম।

তারুণ্যের কাব্য

তরুণ মানে নজরুলের সেই
বিদ্রোহী সুত ধরিত্রীর,
তরুণ মানে রক্ত দানে
সদা প্রস্তুত মহান বীর।
তরুণ মনে শঙ্কা বিনে
এগিয়ে চলে দুর্নিবার।
ধরার মাঝে রুদ্ধ জোয়ার
তরুণ প্রাণের সাধ্য কার?
সৃষ্টির মাঝে করে প্রলয় –
প্রলয় মাঝে সৃষ্টি,
ভাঙা গড়ার মহান খেলা
চিরকালের কৃষ্টি।
তরুণ প্রাণে প্রলয় জানে
বিনাশ করতে অন্যায়,
তরুণ প্রাণে সৃজন জানে
ইতিহাস সে পাল্টায়।
তরুণ হলো সিপাহসালার
সহজাত – বীর মৃগেন্দ্র,
হুঙ্কারে সে রুদ্ধ করে
দৃষ্ট বিজলীর ভীম মন্দ্র।
প্রগলভে সে অরি দমে
যুগের সকল আহবে,
লিখা কীর্তি ইতিহাসে
অক্ষয় রবে এই ভবে।
রে সাবধান হে যুবাদল! হও
তরুণের দল সাবধান।
আত্মবিক্রি নয় লঙ্ঘিব
মোরা অসুর বিধান।
অকংপিত মম মোদের
রেজকির স্পর্ধা মনে,
শ্রান্ত রবির দৃপ্ত কিরণ
নিয়ে সঙ্গোপনে।

তরুণ পানে আহ্বান

তব রক্ত শিরায় নীহারিকা সম উল্লাস
তব রক্ত ব্যাপিয়েছে উত্তেজনার নির্যাস
রক্ত নদে প্রতিধ্বনি চঞ্চল টলটল নির্ঝর
রক্ত ফাগে প্রলয় জাগে হস্ত মুঠোয় ভূধর।
তব রক্ত অন্তরীক্ষে দেয় হানা ফাগের ঝড়
তব রক্তে ডাক – হুতাশীর শঙ্কায় কাঁপে থরথর
তব রক্ত ঝঞ্চায় কাঁপে পর্বত শির হিমালয়
তব রক্ত তড়িৎ তব রক্ত ভীম বজ্রালয়।
তব রক্ত বর লভিছে মহান খোদার আলয়
তব রক্ত আদুড় অসি – মম সৃজন প্রলয়
তব রক্ত বাঁকে সুপ্ত প্রলয় নাশ দুন্দুমার
তব রক্ত করেত বিষে পিশাচ তখ্ত ছারখার
তব রক্ত বারুদ বোমা – তব রক্ত কামান
তব রক্ত জেদী উদ্দাম – উপপ্লবের গান।
হে তরুণদল! সদা প্রস্তুত হও সকল আহবে
শোষিতের প্রাণ কাব্যরুপে ব্যক্তিছে নিরবে।
উদ্দীপ্ত মন হোক আগুয়ান বন্ধুর ক্ষীণ পথে
মরুৎ বেগে নাঙ্গা পায়ে চলো পাপ লঙ্ঘিতে।
ক্লান্তি-পলাতক পথে তুই সজাগ বীর শ্রান্তিহীন
বিপ্লব চোখে বিজয় দেখ্ রে হে নওজোয়ান দূরবীন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved