তাপস চক্রবর্তী
যে কথা বলিনি, এতোকাল…
বহুকাল
এই উঠানের হলুদপাতা কুড়িয়ে বলি আজ,
শোনো হে অলকানন্দার জননী।
ওই দেখো বেচারা ঈশ্বর আজ ক্লান্ত খুব
শ্মশানে ঘুমিয়েছেন বহুকাল।যদিও পাট বেচে পাঠক আমি
আমিও লিখে রাখি তোমার অমোঘ ইতিহাস
আমিও পড়ি রাতভর— ভীষণ ভীষণ যাদুবিশ্বাস
কেউ যদি পাল্টে নেয় আমার ঘুমহীন চোখ
করোটি
জানি তোমার পাল্টে যাওয়া স্মৃতি আজ
হাসপাতালের দুয়ারে
মানহীন বর্তমান নিত্তির কাঁটায়
অথচ
জোয়ারে ভাসে এতিমের জন্মসনদ।
আমিও বুঝি জুজুরভয়
ক্ষয়
ক্ষয় হতে হতে যক্ষায় জড়িয়ে ধরেছে বুকের পাঁজর।হে অলকানন্দার জননী
ঈশ্বরের ভেনাসের শহর ঘুরে এসো জলের সরজমিনে
আরো একবার যেও শিকাগো শহর
পারতঃ যেও সভ্য রোম
দেখো এসো বাঁধাহীন গহিনের জীবন সমষ্টি।আরো একবার ভোরের সরগম শেষে
আরোপিত সুরে সুরে বেচারা ঈশ্বরকে জাগাও
ধানের শীষের
শিশিরে
কামাক্ষী চোখে চোখে জাগুক রক্তাক্ত পথ।জানি এপথ আমার নয়, শপথে স্ব-পথ
হোক
চোখ বরাবর।
