শুক্কুর চৌধুরী
ছিল হৃদয় জুড়ে তাহার বসবাস
তাহারে ভেবে অন্তহীন শব্দের চাষ
যৌবনে তাকে ঘিরে সুখের কল্পবিলাস।সারাদিন সারাক্ষণ বুকের ভিতর গুঞ্জরন
আহা্ সেজেগুজে পরিপাটি অস্থির পদচারণ
ইতিউতি উঁকিঝুঁকি কখন দেখা হবে বিলক্ষণ।ধুধু বালুচরে জেগে উঠে সবুজ প্রান্তর
চৈত্রের মরা গাঙ্গে ঢেউ খেলে যায় ভাদ্রের,
উড়ে বেড়ায় শঙ্খচিল দৃষ্টি লক্ষ্যে অবিচল
হাওয়ায় এলোমেলো চুলে দোলনার দোদুল।নবীন যুবারা ছিল অস্থির চঞ্চল
তুমি বহতা নদী বয়ে যেতে কলকল,
তাঁকাতে গ্ৰীবা বাঁকিয়ে পানকৌড়ি উতল
কখনোবা বাউলা বাতাসে উড়তো আঁচল।একদা তখন তুমি পূর্ণ যৌবনা
উঠোন ভর্তি কোলাহল সানাইয়ের বাজনা,
তুমি হলে পুতুল পুতুল সাজে পালকির সোয়ারী
আঙ্গিনার আড়ালে দাঁড়িয়ে বিমর্ষ বাউলা ফেরারী।
