ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

মাগআকস’র সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক মনির

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মালিবাগ গণপূর্ত আবাসন কল্যান সংস্থার (মাগআকস) বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে জয় লাভ করেন মোজাম্মেল হক। তিনি এবার আনারস মার্কায় নিয়ে বিজয়ী হন। এতে তার নিকটতম প্রতিদ্বন্ধি মো: শাহাদাত হোসেন বাবু গোলাপ ফুল মার্কা নিয়ে সভাপতি পদে পেয়েছেন মাত্র ৩৮ ভোট। নির্বাচনে মোহাম্মদ মনিরুজ্জামান সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল-মনির-আমিন প্যানেল থেকে বিজয়ী হন। ফলাফল প্রকাশের পরে মোজাম্মেল-মনির-আমিন প্যানেলকে বিজয়ী ঘোষনা করা হয়।

শনিবার সকাল ৮টায় ঢাকার মালিবাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষ হয় বিকাল ৪টায়। ভোটাররা সকাল থেকেই পছন্দের প্রার্থীকে স্বাচ্ছ্যন্দে ভোট দেওয়া শুরু করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুর রহমান বেলায়েত মিঠু। ফলাফল প্রকাশের পরে তিনি মোজাম্মেল-মনির-আমিন পরিষদকে বিজয়ী প্যানেল হিসেবে ঘোষনা দেন।

নির্বাচন সূত্রে জানা যায়, মালিবাগ গণপূর্ত আবাসন কল্যান সংস্থা (মাগআকস) এর বার্ষিক নির্বাচনে দুটি প্যানেল থেকে সর্বমোট ৩৭জন প্রার্থী অংশ নেয়। এতে ২৫জন প্রার্থী নিয়ে পূর্ণ প্যানেলে বিজয়ী হয় মোজাম্মেল-মনির-আমিন পরিষদ। ভোটাররা জানান, সকাল থেকে ভোটের পরিবেশ ভালো ছিল। তারা সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করেন।

মোজাম্মেল হক জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগরের দক্ষিণের সদস্য ও ঢাকার গণপূর্ত কর্মচারী বি ইউনিয়নের এর বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি শাহজাহানপুর ৩৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি পদেও দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচনে জয়ী হতে পেরে খুশি মোজাম্মেল-মনির-আমিন প্যানেল।

বিজয়ী প্রার্থী মোজাম্মেল হক বলেন, ইতিপূর্বে আমি বহু নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তবে এবারের বিজয়ে ভীষন খুশি আমি। কারণ আমাকে ভোটাররা বিশ্বাস করে নির্বাচিত করেছে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার প্যানেল থেকে মোট ২৫ প্রার্থী অংশ গ্রহন করেছিলেন। আলহামদুলিল্লাহ! আমরা পূর্ণ প্যানেলে জয়লাভ করেছি। এখন বসবাসরত এলোটিদের প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়াই আমার মূল লক্ষ্য হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved