নিরাপদ সড়ক চাই নিসচা এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে সকাল ১১ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেলী ও পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় নিরাপদ সড়ক চাই মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো: মকবুল হোসাইন খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় রেলীটি শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন নিসচা মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, সিনিয়র সহকারী কমিশনার সোহাগ মিলু, সাংবাদিক হোসাইন আহমদ, নির্বাহী সদস্য মুক্তাদির হোসাইন, নির্বাহী সদস্য নৌশাদ আহমদ, সৈয়দ মোনাকিব, সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, আহমেদ পায়েল, কামরুল হাসান, মাসুম আহমদ সহ সংগঠনের অনান্য সদস্যবৃন্দ।
বক্তারা নিরাপদ সড়ক চাই সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।