ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

শিবচরে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুর

মাদারীপুরের শিবচরে বাবলাতলা এলাকার বাদশা কান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক হিন্দু পরিবারের বাড়িতে ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে দশ টার দিকে রায়হান মোল্লা গ্রুপের লোকজন দরিদ্র অসহায় ওই হিন্দু পরিবারের বাড়িতে আক্রমণ করে। এ সময় বাড়ির ঘর দরজা ভাঙচুর করে, সৃজিত গাছপালা কেটে ফেলে, পানির কল খুলে নিয়ে যায় রায়হান মোল্লার লোকজনেরা।

জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী গৌরাঙ্গ মন্ডলের বসতবিটায় বসবাস করে আসছেন ওই গ্রামের ৫৫ বছর বয়সের বিধবা বৃদ্ধা আরতী মন্ডল। তবে সেই বসতি জমি নিয়ে প্রতিবেশী রায়হান মোল্লা গং দের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এই হিন্দু পরিবারের সাথে। জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও আজ বিপ্লব নামের এক ভারাটিয়া মান্তানের নেতৃত্বে হিন্দু বাড়ীতে ভাঙচুর ও গাছপালা কেটে ফেলে রায়হাণ মোল্লার গ্রুপের লোকেরা।

এ বিষয়ে রায়হান মোল্লার স্ত্রী হোসনেআরা বেগম বলেন, ‘এই জমি আমাদের, দীর্ঘদিন ধরে এই হিন্দু পরিবার আমাদের জমি দখল করে রেখেছে আদালতে মামলা হয়েছে আমরা সেই মামলায় রায় পেয়েছি।

প্রতিবেশী মনির মড়ল বলেন, প্রায় শত বছর ধরে এই জমিতে বসবাস করে আসছে গৌরাঙ্গ মন্ডল। তিনি মারা যাবার পরে এখন সেই জমিতে বসবাস করছে তার বিধবা স্ত্রী ও সন্তানরা। আজ সেই জমিকে মোল্লা বংশের লোকজন দখলে নিতে আসছে। এবং বাড়িঘর ভাঙচুর গাছপালা কেটে ফেলেছে আমরা এর ন্যায় বিচার চাই।

আরেক প্রতিবেশী সাইদুল সরদার বলেন, এই ঘটনার আমরা বিচার চাই। আজকে বিশ্বের কাছে মুসলমানদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।যে আমরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করছি। কিন্তু কেন এই প্রশ্নের সম্মুখে আমরা হব দুই একজন মানুষের জন্য। আমরা এই ঘটনার বিচার চাই।

আরতি মন্ডলের ছেলে স্বপন মন্ডল বলেন, এই জমি আমাদের, বেশ কয়েকবার শালীর দরবার হয়েছে আদালতে মামলা চলমান আছে। , এর আগে পুলিশ এসে আমাদের বাড়িতে ঘর দরজা তুলে দিয়েছে। আজকে অনেকগুলো লোক একসাথে এসে আমাদের বাড়িতে হামলা করেছে, ঘর দরজা ভাঙচুর করছে ,গাছপালা কেটে ফেলছে। আমরা এখন অনেক ভয়ের ভিতর আছি। যেকোনো মুহূর্তেই আমাদের উপরে আরো বড় ধরনের আক্রমণ করতে পারে প্রতিপক্ষ।

কান্নাজড়িত কন্ঠে আরতী মন্ডল বলেন,‘ বিয়ের পর থেকেই আমি আমর স্বামীর বসত ভিটায় সন্তানদের নিয়ে বসবাস করে আসছি। আমাদের জমি জোরপূর্বক দখল নেবার চেষ্টার করছে মোল্লা বংশের লোকেরা। এর আগেও আমাদের এখান থেকে তাড়িয়ে দেবার চেষ্টা করেছিল তখন পুলিশ এসে আমাদের ঘর তুলে দিয়ে ছিলো।আমরা এখন কই যাব?

শিবচর থানার ওসি মুক্তার হোসেন বলেন, ‘আমি শুনেছি এমন একটি ঘটনা আমরা সেখানে পুলিশ পাঠাচ্ছি বিস্তারিত জানার জন্য।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved