ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১, ৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ

চট্টগ্রামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০২৪ উদযাপন

দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওদের অকৃত্রিম ভূমিকা রয়েছে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ইপসা প্রধান কার্যালয়ের সভা কক্ষে চট্টগ্রামে কর্মরত বিএনএফ’র সহযোগি সংস্থাসমূহের প্রধান নির্বাহী ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য শুভার্থীদের সমন্বয়ে বিএনএফ দিবস-২০২৪ উদযাপন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী’র আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইপসা প্রধান নির্বাহী ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সাধারন পরিষদের সাবেক সদস্য জনাব মোঃ আরিফুর রহমান। তিনি বলেন, তৃণমূলে দারিদ্র হ্রাস, সমাজের নি:স্ব,দরিদ্র,প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের কাছে মৌলিক সেবা পৌঁছানো ও তাদের আর্থ সামাজিক উন্নয়নে বিএনএফ’র সহযোগি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই দেশের উন্নয়নে এনজিওগুলোর সম্পৃক্ততা বাড়াতে সরকারের আরো সহযোগীতা করতে হবে।

ইপসা ও বিএনএফ’র প্রোগ্রাম অফিসার সাদিয়া তাজিন‘র সঞ্চালনায় চট্টগ্রামে কর্মরত বিএনএফ’র সহযোগি সংস্থাসমূহ’র পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান নির্বাহী পার্ক’র মোঃ নজরুল ইসলাম মান্না, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ জোবায়ের ফারুক, সংসপ্তক’র ডেপুটি ডিরেক্টর অগ্রদূত দাশ গুপ্ত, সমতা মহিলা সমাজ উন্নয়ন সংস্থা’র সভাপতি বেগম মোমেনা আক্তার নয়ন, নারী জাগরণ সংস্থা’র রিংকি দেব, গণউন্নয়ন প্রচেষ্টা’র অঞ্জন প্রসাদ বড়ুয়া। ইপসা’র পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ মনজুর মোরশেদ চৌধুরী,পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) ও প্রোগ্রাম ম্যানেজার শ্রামশ্রী দাশ। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষ্যে ইপসা কার্যালয় হতে একটি র ্যালিও বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved