ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১, ৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ

শিবচরে ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু, ১১ মাসের শিশুর অঙ্গহানী

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মিথিলা নামের ১৩ বছর বয়সের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা ১১ মাসের শিশুর দুই হাতপা বিচ্ছিন্ন হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। বুধবার (৪ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা রেললাইনের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিথিলা আক্তার, শিবচর উপজেলার চর বাচামারা এলাকার মইজউদ্দিন মাদবরের কান্দি গ্রামের বেল্লাল সরদারের মেয়ে। হাত-পা বিচ্ছিন্ন গুরুতর আহত শিশু আয়শা একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরেরমোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,১১ মাসের ভাগ্নি আয়শাকে নিয়ে বিকেলে বাড়ির কাছে রেললাইনে ঘুরতে বের হয় খালা মিথিলাসহ পরিবারের বেশ কয়েকজন।

রেল লাইনে দাঁড়িয়ে ছবি তোলার সময় অসাবধানতা বশত ঢাকা থেকে রাজশাহীর উদ্দ্যেশে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস নামের ট্রেনটি পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় মিথিলা, এবং তার কোলে থাকা ১১ মাসের শিশু আয়শার হাত-পা বিচ্ছিন্ন হয়।

পরে আহত শিশুকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় তার ভাগ্নীকে ঢাকায় পাঠানো হয়েছে। আজ খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved