হেফাজতে ইসলাম বাংলাদেশে সন্দ্বীপ উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন শুক্রবার,৬ ডিসেম্বর- ২০২৪ মদিনাতুল উলুম মাদরাসায় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন, ঐতিহাসিক শাহেবানী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মাহবুবুল্লাহ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
প্রধান অতিথির তাঁর বক্তব্য বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। তবে সমস্ত রাজনৈতিক সংগঠনের নিয়ন্ত্রক শক্তি। যে যখন ক্ষমতায় আসবে তাদেরকে হেফাজতের নির্দেশনা মেনে দেশ পরিচালনা করতে হবে। হেফাজত দেশবাসীর ঈমান আকিদা সংরক্ষণের পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে আসছে। তাই দেশের প্রতিটি উপজেলা, জেলা, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করে গণজাগরণ সৃষ্টি করতে হবে। অন্যান্য অতিথিদের বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা আতিক উল্লাহ, মাওলানা হাফেজ আহমদ, মাওলানা ঈসা, মাওলানা আবু বকর ছিদ্দিক, মুফতি মানজুর হাসান, মাওলানা জাহেদুল ইসলাম, মুফতি নুর হুসাইন, মাওলানা ওমর ফারুক ফয়সাল, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা শাব্বির আহমাদ, মুফতি আহসান উল্লাহ, মাওলানা শরীফ হায়দার, মুফতি হুসাইন আহমদ, মুফতি আনোয়ার, মাওলানা হাবিবুল্লাহ ফয়সাল, মুফতি নুরুল আবসার, মাওলানা আনজার শাহ প্রমুখ। উক্ত সম্মেলন দ্বিতীয় অধিবেশনের মুফতী মানজুর হাসানকে সভাপতি ও মাওলানা জাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে হেফাজতে ইসলাম বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা আইয়ুব, মাওলানা মিনহাজ উদ্দিন দেলোয়ার ও মুফতি নুর হোসাইন, সহকারী সম্পাদক মাওলানা ওমর ফারুক ফয়সাল ও মাওলানা আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহেদ, অর্থ সম্পাদক মুফতি আহসান উল্লাহ, সহ-অর্থ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা শরীফ হায়দার, সহ- প্রচার সম্পাদক মুফতি হোসাইন আহমদ ও মুফতি আনোয়ার, দপ্তর সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ ফয়সাল, দাওয়াহ সম্পাদক মুফতি নুরুল আবসার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনজার শাহ প্রমুখ।