ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব-৯, সিলেট ও জেলা পুলিশের যৌথ
অভিযানে ও গোপন সংবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডাকাত দলের সর্দার অস্ত্র গুলিসহ গ্রেফতার।
৭ ডিসেম্বর শনিবার রাত পোনে ৩টায় যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকা হতে ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটকের সময় তার নিকট হতে ০১টি বিদেশী
রিভলবার, ০৩ রাউন্ড গুলি, ০৫টি সর্টগানের কার্তুজ, ০২টি রামদা, ০৪টি ছোরা, ০১টি চাপাতি, ০১টি চাইনিজ কুড়াল ও ০৬টি মোবাইল ফোন পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামী মোঃ মুছা মিয়া (৪৪), পিতা- মৃত আলী বক্স,সাং-দূর্গাপুর, থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।
র্যাব-৯, সিলেট,(মোঃ মশিহুর রহমান সোহেল)
সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) বলেন, আসামীর বিরুদ্ধে আর্মস অ্যাক্ট ১৮৭৮ এর ১৯-এ/এফ ১৯- ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দক…ত আলামত বধাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত ̈ রয়েছে।
আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।