সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা শনিবার বিকাল ৩টায় ভোজ রেস্তোরাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশন এর সভাপতি কায়সারুল আলম এর সভাপতিত্বে ও ডাঃ সজলে পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মোঃ ওয়াহিদী। বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম,ইমাম উদ্দীন,রেজাউল করিম,হৃদওয়ান মিয়া আমিনুল ইসলাম ,কামরুল হাসান,তানভীর হোসেন, প্রমুখ। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে কুমিরা এস এ চৌধুরী ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি কে সভাপতি ও এভারগ্রীণ কে.জি স্কুলের পরিচালক মোঃ ইমাম উদ্দিনকে সেক্রেটারি নির্বাচিত করেন।
কমিঠির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-সিনিয়র সহ সভাপতি – সজল কুমার শীল (লিটল ফ্লাওয়ার কে জি স্কুল), সহ সভাপতি – মোঃ আলমগীর (বারআউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেন) মোঃ ফরহাদ হোসেন (নর্থ সিটি ইসলামীক কিন্ডারগার্টেন) সহ সেক্রেটারি – আমিনুল ইসলাম (বড়দারোগা হাট জে কে শিশু নিকেতন) সাংগঠনিক সম্পাদক- মোঃ হৃদওয়ান মিয়া (সি টি মডেল স্কুল) অর্থ সম্পাদক : মোহাম্মদ ইলিয়াছ (লার্নিং পয়েন্ট কে জি স্কুল), প্রচার সম্পাদক : এম এ মামুন (আয়েশা আইডিয়াল একাডেমি) মহিলা বিষয়ক সম্পাদক: রাশেদা আকতার(শিশু চারণ বিদ্যানিকেতন), অফিস সম্পাদক : মোঃ রুস্তম আলী (হাজী পাড়া বেসরকারী স্কুল), নির্বাহী সদস্য :মোঃ কায়সারুল আলম (লিটল ফেয়ার গ্রামার স্কুল) মোঃ রেজাউল করিম (হলি ক্রিসেন্ট ইন্টাঃ স্কুল) মোঃ জহুরুল আলম মুন্না (এইচ এস হক ইনস্টিটিউট) মোঃ আবু তাহের ( টেলেন্ট টাচ গ্রামার স্কুল)
ইঞ্জিঃ মোঃ জাহাঙ্গীর আলম (চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন) মোঃ জিয়াউল হোসেন (সীতাকুণ্ড পাবলিক স্কুল)।