দূর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস -২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০ টার সময় উপজেলার পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, সহকারি কমিশনার ভৃমি শারমিন জাহান লুনা উপজলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুলতান মাহমুদ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান, মাধমিক কর্মকর্তা শাহ আলম সেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল ও বন কর্মকর্তা দেবাশীষ দেসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ।