নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত গড়ি এই প্রতিবাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলার শিবচরে বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।
আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে শিবচর উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা আয়োজিত বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে জয়ীতা অন্বেষন বাংলাদেশ শীর্ষক কার্যক্রম আওতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে ৫ জন নির্বাচিত জয়ীতা নারীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এই সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠিত একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।’