মাদারীপুর জেলার শিবচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার বাড্ডা, গুলশান ও বগুড়ায় সংগঠিত তিনটি হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আতিকুর রহমান মাদবর (৫০) শিবচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান।
শিবচর থানা ও গোয়েন্দা পুলিশের সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় সংগঠিত তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানকে এজাহারভুক্ত আসামি করা হয়। এ ছাড়াও শিবচর থানায় গত ১৭ অক্টোবর দায়ের করা একটি মারামারির মামলায় আতিকুরকে প্রধান আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে আতিকুর কুতুবপুর এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের পাশে একটি ঘর থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শওকত জাহান বলেন, এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আতিকুরের বিরুদ্ধে তিনটি হত্যা, মারামারিসহ কয়েকটি মামলা হয়েছে। তাকে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাদবরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে ডিবি পুলিশ কুতুবপুর থেকে গ্রেফতার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।’