ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

এবি পার্টির জাতীয় কাউন্সিল : চেয়ারম্যান পদে প্রার্থী ৫, নির্বাহী কমিটি সদস্য পদে প্রার্থী ৬১ জন

আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) ১ম জাতীয় কাউন্সিলে মনোনয়ন পত্র দাখিলের পর যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৫ জন ও জাতীয় নির্বাহী পরিষদের সদস্য পদে (ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল-এনইসি) ৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে দলের আভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশন। কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. ওয়ারেসুল করিমের নেতৃত্বে কমিশন কতকাল মঙ্গলবার যাচাই-বাছাই কার্যক্রম শেষ করে।

আগামী ২৮ ডিসেম্বর এবি পার্টির ১ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

কাউন্সিলকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের ৫ জন নেতা। এরা হলেন বর্তমান আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, পার্টির সাবেক আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী, বর্তমান যুগ্ম আহবায়ক লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, বর্তমান সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া। এছাড়া দলের গুরুত্বপূর্ণ পর্ষদ জাতীয় নির্বাহী কাউন্সিলের ২১ টি সদস্যপদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন মোট ৬১ জন। একজন প্রার্থীর ব্যপারে আপত্তি আসায় কমিশন সেটা যাচাই-বাছাই ও শুনানী শেষে তার মনোনয়ন বৈধ হিসেবে নিস্পত্তি করেছে।

ইতোপূর্বে ঘোষিত তফসিল অনুযায়ী ৯ ডিসেম্বর সোমবার ছিলো চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আজ ১১ ডিসেম্বর বুধবার মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি দাখিল ও ১২ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি বিষয়ে শুনানি ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

২০২০ সালের ২ মে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। গঠনের সাড়ে ৩ বছরের মাথায় বহু কষ্টার্জিত সংগ্রামের পথ পেরিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশে চলতি বছরের ১৯ আগস্ট দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। ৪ বছর পেরুনোর আগেই এই প্রথম প্রস্তাবিত গঠনতন্ত্রের আলোকে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২২২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতৃত্বে এতদিন দলটি পরিচালিত হয়ে আসছিল। ১ম কাউন্সিল হিসেবে দলের চেয়ারম্যান পদে ৫ জন এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ৬১ জনের প্রতিদ্বন্দ্বিতাকে দলের নেতারা গণতান্ত্রিক চর্চার দারুণ সূচনা হিসেবে দেখছেন।

ইতিমধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভাগ ও জেলা সমূহে কর্মব্যস্ত সময় পার করছেন দলের সর্বস্তরের নেতা কর্মীরা। উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করছেন তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved