গোদাগাড়ীতে যুব উন্নয়ন কার্যালয়ে আয়োজন সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা গোদাগাড়ী রাজশাহী।প্রধান অতিথি মোঃ আবুল হায়াত উপজেলা নিবার্হী কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোঃ শামসুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ অফিসার গোদাগাড়ী উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশিকুর রহমান সহকারী পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহী ।
উপস্থিত ছিলেন অগ্রণী যুব ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইসহাক সহ বিভিন্ন সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবক এইসময় উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের ভূমিকা জনসচেতনামূলক কর্মকান্ড পরিচালনায় করনীয় বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।