চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারীর বিজয় স্মরনী কলেজ মাঠে ডিসেম্বর মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটির শিল্প মেলার আয়োজন করা হয়েছে। মেলা পরিদর্শন করেন বিএনপির চেয়ারপার্সনের সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী (এফসিএ)।
দূরদূরান্ত থেকে প্রতিদিন দর্শনার্থীরা মেলা উপভোগ করার জন্য ছুটে আসছে। প্রতিজন ১০টাকা প্রবেষ ফি নেওয়া হয়। মেলায় শিশুদের জন্য রয়েছে আলাদা রাইডস এর ব্যবস্থা। সেই সাথে বড়দের জন্যও রয়েছে বিভিন্ন রাইডস । রাইডস ছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য আকর্ষনীয় খেলনা ও বাহারী রঙের পোষাকের দোকান। সেই সাথে গ্রাহকদের আকৃষ্ট করতে রয়েছে ঘর সাজানোর বিভিন্ন আকর্ষনীয় মাটির ও বেতের তৈরির জিনিসপত্র।
এই ছাড়া আরও রয়েছে কুকারিজ সরঞ্জাম, বাচ্চাদের খেলনা, রান্নার সরঞ্জাম, পুরুষ ও মহিলাদের পোষাক, মহিলাদের শাড়ি, জুতা ও বাচ্চাদের কাপড় সহ রকমারির আকর্ষনীয় খাবারের দোকান। দর্শনার্থীদের সুবিধার্থে মেলা কমিটির কার্যালয় থেকে সার্বক্ষনিক সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে।