ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

শেয়ার রাইডারের মোটর সাইকেলসহ সিএনজি উদ্ধার আটক-৪: সিএমপি

সিএমপির ইপিজেড থানার চৌকস পুলিশের অভিযানে একটি চোরাই মোটরসাইকেল ও একটি চোরাই সিএনজিসহ চোরচক্রের ০৪ জন সদস্য গ্রেফতার।

১২ নভেম্বর(বৃহস্পতিবার) সিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো.তারেক আজিজ জানান, ১১ নভেম্বর একটি চোরাই মোটরসাইকেল ও একটি চোরাই সিএনজিসহ চোরচক্রের ০৪ জন সদস্যকে গ্রেফতার করেন।

তিনি আরো বলেন,সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার কবির আহম্মেদের সার্বিক দিক-নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আখতারউজ্জামানের নেতৃত্বে সিএনজি চক্রের চারজন কাটক করে।

ঘটনাক্রমে,গত ০৭ ডিসেম্বর সন্ধ্যায় শেয়ার রাইডার মোটরবাইক চালক মোঃ মোমিন উদ্দিন (৪৩) তার মালিকানাধীন বাজাজ প্লাটিনা ১০২ সিসির মোটরসাইকেলটি ইপিজেড থানাধীন চৌধুরী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর রেখে নাশতা করতে যায়। নাশতা শেষে ফেরার পথে সে তার বাইকের চাবিটি হারিয়ে ফেলে। এসময় অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যাক্তি এসে তাকে চাবি ছাড়া বাইক স্টার্ট দেওয়ায় সাহায্য করবে বলে আস্বস্ত করে এবং একটি টেস্টার আনতে বলে। দোকান থেকে টেস্টার নিয়ে এসে বাদী তার বাইকটি আর খুঁজে পায়নি। উক্ত ঘটনার প্রেক্ষিতে ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজুর পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইপিজেড থানার এস আই চাংকু নাগ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সূত্রে প্রাপ্ত সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ইপিজেড থানার নিউমুরিং এলাকায় অভিযানে ১১ ডিসেম্বর রাত ১২:৩০টায় চুরির সঙ্গে জড়িত জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জামশেদ, ফয়সাল উদ্দিনকে আটক করেন। তাদের তথ্যে বাদীর চুরি হওয়া বাজাজ প্লাটিনা ১০২ সিসির মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এছাড়াও এসময় তাদের হেফাজত থেকে একটি চোরাই সিএনজির ডকুমেন্ট উদ্ধার। তাদের সহযোগী অপর সদস্যের সহায়তায় ৯নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে চুরি করেছে বলে জানায়। রাত ১:৩০টায় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইপিজেড থানার নিউমুরিং এলাকা থেকে উক্ত চোরাই চক্রের অপর সদস্য জামশেদ উদ্দিনকে গ্রেফতার করা হয়। রাত ৩টায় জামশেদ উদ্দিনের দেওয়া তথ্যের অভিযানে নগরীর ডবলমুরিং থানা এলাকায় অভিযানে উক্ত নম্বরপ্লেটবিহীন চোরাই সিএনজিটি উদ্ধার করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved