ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

একই দিনে জাতীয় ও ইউপি নির্বাচন:জনপ্রশাসন সংস্কার কমিশন

জাতীয় ও ইউপি নির্বাচন নিয়ে ভাবা হচ্ছে। একই সাথে করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশন। কেন্দ্রের বুথ দখল রুখতে জাতীয় নির্বাচনের সঙ্গে একইদিনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।

তিনি বলেন, আমাদের চিন্তা রয়েছে একইদিনে ইউপি আর জাতীয় নির্বাচন হবে। তাহলে বুথ দখলটা আর সহজ হবে না। তখন মেম্বার প্রার্থীরা ওয়ার্ড ভিত্তিক পাহারা দেবে। তাহলে কেন্দ্রীয়ভাবে আর কেউ বুথ দখল করতে পারবে না। এ বিষয়ে আমরা সুপারিশ করব।
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচনের সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন করা যায় কি না, সেটা নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। ইউপি নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করে মেম্বারদের ভোটে চেয়ারম্যানদের নির্বাচিত করা যায় কি না, সেটাও ভাবা হচ্ছে।

মুয়ীদ চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদে এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় তাতে রাজনৈতিক প্রভাব বেশি থাকে। আর এটা যদি আমরা মাল্টিপল ওয়ার্ডে করে দিই, মেম্বাররা চেয়ারম্যানকে ঠিক করবে। এটা আমার ব্যক্তিগত চিন্তা। কমিটির সবার সঙ্গে কথা বলেছি। তারাও এ বিষয়ের সঙ্গে একমত। এটা যদি আমরা করে দিই তাহলে ওখান থেকেই গণতন্ত্রের চর্চা শুরু হবে। কেউ আর কেন্দ্র দখল করে বসে থাকতে পারবে না। তখন মেম্বার যারা হবে তারা ভোট করে আরেকজনকে চেয়ারম্যান নির্বাচন করবেন। এ রকম সুযোগ সৃষ্টি করার চিন্তা রয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তাদের জনসেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জনপ্রশাসন সংস্কার আসলে তিন মাসের মধ্যে সম্ভব নয়, তার পরও সরকার যে নির্দেশনা দিয়েছে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা।

জনপ্রশাসনে লোকবল কমিয়ে আনার সুপারিশ করা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনে অনেক লোক নিয়োগ করা হয়। এত লোক সরকারের দরকার নেই। আরও অনেক কম লোক দিয়ে সরকার চলতে পারে। এটা বন্ধ করার ব্যাপারে সুপারিশ করা হবে। ফরিদপুরকে বিভাগ করার চিন্তাভাবনা রয়েছে বলেও এ সময় জানান আব্দুল মুয়ীদ চৌধুরী।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন কমিশনপ্রধান। এ সময় নির্বাচন পদ্ধতি, প্রশাসনিক ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা সংস্কার নিয়ে অংশগ্রহণকারীদের মতামত নেয় সংস্কার কমিশন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved