মাদারীপুর জেলার শিবচরের ভদ্রাসন ইউনিয়নের দাসপাড়া গ্রামের শাহ আলম মোল্লার বাড়িতে পল্লী বিদ্যুৎ সংযোগ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হয় শাহআলম মোল্লা।
স্থানীয় সূত্রে জানা যায় এক’ই গ্রামের প্রতিবেশী দুলাল খা(৩৫),ও ধলাই খার সাথে শাহআলমের বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা কাটাকাটি হয় পরে তর্ক-বিতর্কের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।
আহত শাহ আলমের পরিবার বলেন বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য খুঁটি থেকে লাইন আনতে গেলে দুলাল ও ধলাই লোকজন নিয়ে এসে বাধা দেয়।
এর প্রতিবাদ করতে যাওয়ায় আজ দুলাল ও ধলাই চাপাতি দিয়ে শাহ আলমের মাথায় আঘাত করলে তিনি মারাত্মক আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায় মাথার গুরুতর জখম হওয়ায় দশটি সেলাই করা হয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক বলেন শাহ আলম নামে একজন রুগী আমাদের এখানে এসেছিলেন, তার মাথায় দশটি সেলাই দেয়া হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় প্রেরন করা হয়।’