বিজয় বেসে, মধুর সুরে
গান ধরেছে বাঙালী,
স্বাধীন দেশের আমজনতা
থাকবে না কেউ কাঙ্গালি।আয় রে সবাই হেসে হেসে
বিজয়েরই বন্ধনে,
স্বাধীন দেশে আর কাহারো
ভাসবে না বুক ক্রন্দনে।ডিসেম্বরের ষোলো তারিখ
কাটবে সবার উল্লাসে,
মনক্ষুন্ন থাকবে না কেউ
করে দেখো তল্লাশে।মুখরিত আজ দেশটা আমার
মধুর গানের গুঞ্জনে,
তোমরা সবাই আমন্ত্রিত
বিজয় সুখের নন্দনে।
