এই মাটিতে ঘুমিয়ে আছে
লক্ষ শহীদগণ,
যাদের বক্ষে ছিলো কেবল
মাতৃমুক্তি পণ।তারা ছিলো আঁধার দেশে
আলোর দীপ্ত প্রদীপ,
পরাধীনতা রুখে দিয়ে তারা
বাংলা করলো সজীব।রক্ত দিয়ে গড়লো যারা
স্বাধীন বাংলাদেশ,
তাদের প্রতি নেই কখনো
কৃতজ্ঞতার শেষ।তাদের কীর্তি থাকবে সদা
মোদের স্মৃতির ডানায়,
সকল শহীদ-গাজীর প্রতি
হাজারো সালাম জানায়।
