আজ ১৬ ডিসেম্বর, বিজয়ের দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর ছোবল থেকে মুক্ত হয়েছিল প্রিয় মাতৃভূমি। সমাপ্তি ঘটেছিল বাঙালির ওপর চালানো পাকিস্তানি হানাদারদের নৃশংস নিধনযজ্ঞ। ফলে এই দিনটি বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব জানান দেওয়ার দিন।
মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর মান্দায় ফেরিঘাটে অস্থায়ী ডিজিটাল ব্যানারের শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে পুষ্প অর্পণ করেন মান্দা উপজেলা শাখা জাতীয় পার্টি
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পার্টি উপজেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা শাখার আহবায়ক জনাব মোঃ আলতাফ হোসেন মন্ডল উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান উপজেলা কমিটির অন্যতম সদস্য আব্দুল্লাল মাহফুজ সাইফুল ইসলাম আবুবক্কার আনোয়ার হোসেন বাবু যুব সংঘতির সভাপতি শহিদুল ইসলাম খোকন ছাত্র সমাজের সভাপতি জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক শোয়েব আলী আজিজুল হাকিম তরুণ পার্টির আহবায়ক রিপন যুগ্ম আহ্বায়ক মামুন। উল্লেখ্য এবারে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ের অস্থায়ী বেদিতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও দেশ জাতির সার্বিক কল্যাণে দোয়া করলেন নেতৃবৃন্দ।