ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ হত্যাচেষ্টাকারী চসিক কাউন্সিলর আব্দুল বারেক আটক:র‍্যাব-৭

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীরর কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি শসিক ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল বারেক’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

১৬ ডিসেম্বর দুপুর ২টায় নগরীর দিদার মার্কেট এলাকায় অভিযানে আসামি আব্দুল বারেক (৬২), পিতা-মৃত আফজাল আহম্মেদ, সাং-পূর্ব হোসেন পাড়া, উত্তর পতেঙ্গা, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ৪ আগস্টে কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করছিল। কর্মসূচীতে ভিকটিম কাজী মোঃ সোহেল অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে খাবার পানি সরবরাহ করছিলেন। আন্দোলন চলাকালীন কাউন্সিলর আব্দুল বারেক ও অন্যান্য দুষ্কৃতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে।

এছাড়াও, দুষ্কৃতিকারীরা হকি স্টিক, কিরিচ, দা ও লাঠি-সোটা দিয়ে ছাত্র জনতাকে পিটিয়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় ভিকটিম কাজী মোঃ সোহেল আন্দোলন কর্মসূচির স্থান থেকে দৌঁড়ে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে নুপুর মার্কেট গলিতে পৌঁছালে মোঃ আব্দুল বারেক এবং অন্যান্য দৃষ্কতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি নিক্ষেপ করলে ভিকটিমের মাথা,মুখমণ্ডল, এবং শরীরের বিভিন্ন স্থানে গুলির স্প্লিন্টার লেগে ভিকটিম গুরতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং অন্যান্য ছাত্র-জনতা ভিকটিম কাজী মোঃ সোহেল’কে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ভিকটিম সোহেল বাদী হয়ে কোতোয়ালী থানায় ২৮৪ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩১,তাং ৩০ আগস্ট -২৪ খ্রিঃ, ধারা- ১৪৩/১৪৭/১৪৮
/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ দ্য পেনাল কোড।

গোপন সংবাদে এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আব্দুল বারেক মহানগরীর চক বাজার থানাধীন দিদার মার্কেট এলাকায় অবস্থানকালে গ্রেফতার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে আটক আসামী মামলা থেকে বাঁচতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন ছিল বলে স্বীকার করে

আসামির সিডিএমএস পর্যালোচনায় আব্দুল বারেক এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী, ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এবং লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হত্যাচেষ্টা এবং নাশকতা সংক্রান্তে ০৩টি মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved