মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ শিশু ধর্ষণ মামলার দুই আসামীকে এসআই আব্দুর রহিম জিবানের নের্তৃত্বে গ্রেফতার করা হয়। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কালাপুর ইউনিয়নের ভৈরবশ্রীমঙ্গলে শিশু ধর্ষণ মামলায় দু’জন গ্রেফতারগঞ্জ বাজার থেকে আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃহত আসামীরা হলেন, কালাপুর ইউনিয়নের নয়নশ্রী গ্রামে র্বতমানে মাজদিহি গ্রামের ফুরকান মিয়ার ছেলে শিপন মিয়া (২২) ওশ্রীমঙ্গলে শিশু ধর্ষণ মামলায় দু’জন গ্রেফতার একই গ্রামের কুটি মিয়ার ছেলে মহসিন মিয়া (৩৫)।
মামলার এফআইআর সূত্রে জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামের ভিকটিম ‘স’ অদ্যাক্ষরের ১৪ বছরের তরুনীকে বিয়ের প্রলোবন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিপন মিয়া, গত ১৬ ডিসেম্বর রাত ১০টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমকে, ভিকটিমের পাশ^বর্তী মহসিন মিয়ার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর শিপন মিয়া তাকে পাশের একটি কামড়া নিয়ে যায়। তার ইচ্ছের বিরুদ্ধে শিপন মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তাতে সহযোগীতা করেন, গ্রেফতারকৃত আসামী মহসীন মিয়া।
শ্রীমঙ্গল থানার এসআই আব্দুর রহিম জিবান জানান, ধর্ষিতার মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। শ্রীমঙ্গল থানার মামলা নং ১৬, জিআর ৩০১। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।