ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ

সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে একটি বিশাল মিছিল সীতাকুণ্ড পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর সীতাকুণ্ড মডেল থানার সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারী সাবেক কমিশনার আবু তাহের। উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মেজবাহুল আলম রাসেলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহ-সেক্রেটারী কুতুব উদ্দীন শিবলী। পৌর আমীর হাফেজ আলী আকবরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী, উপজেলা ক্রীড়া ও যুব এবং শিল্প বানিজ্য বিভাগের সভাপতি মোহাম্মদ শামসুল হুদা, মিডিয়া সেক্রেটারী আবুল হোসেন, পৌর সেক্রেটারী মাহমুদুর রহমান জুয়েল, সাবেক কমিশনার রায়হান উদ্দিন প্রমুখ।

এসময় প্রধান অতিথি আবু তাহের বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে জামায়াত নেতা আবুল কালাম আজাদের ওপর হামলাকারী চাঁদাবাজদের গ্রেফতার করতে হবে। অন্যথায় যে কোন পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে। তিনি বলেন, এর আগে বাড়বকুণ্ডের মাহমুদাবাদে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে। অথচ গত দুই মাসেও চিহ্নিত সেসব হামলাকারীদের কাউকে পুলিশ গ্রেফতার করেনি।

কুতুব উদ্দিন শিবলী বলেন, সীতাকুণ্ডে একের পর এক চাঁদাবাজি-সন্ত্রাসী হামলা হচ্ছে। অবিলম্বে এসব বন্ধ করতে হবে। না হয় জামায়াতের কর্মীরা ঘরে বসে থাকবে না। চিহ্নিত এসকল সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে জামায়াত বদ্ধপরিকর।

প্রসঙ্গতঃ সীতাকুণ্ডের পৌরসদরের ডেবার পাড় এলাকায় রবিবার দিবাগত রাত ৩ টার সময় দাবি করা চাঁদার টাকা না পেয়ে জামায়াত নেতা আবুল কালাম আজাদের ওপর হামলার করা হয়েছে। আবুল কালাম আজাদ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সহযোগী সংগঠন যুব বিভাগের সভাপতি।

হামলার শিকার জামায়াত নেতা আবুল কালাম আজাদের ভাষ্য মতে, ওই এলাকার বিএনপি নেতা জাফরের নেতৃত্ব এই হামলা হয়েছে। রবিবার রাতে একটি পিকআপ ভ্যান পৌরসভার হাসান গোমস্তা এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের খামারে মুরগির বাচ্চা নিয়ে আসে। এ সময় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আলীর ছোট ভাই জাফরসহ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত পিকআপ ভ্যানটি আটকে দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পাশাপাশি পিকআপ ভ্যানের চালককে মারধর শুরু করে।

আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনার প্রতিবাদ করলে তারা আমাকে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর ঢেবার পাড় এলাকার ঘাটের কাছে নিয়ে গিয়ে আমার ডান পা ও ডান হাত কুপিয়ে বেধড়ক মারধর করে। পরে মৃত ভেবে ফেলে চলে যায়। স্থানীয় এক যুবক গভীর রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমাকে দেখে উদ্ধার করে।

হামলার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved