সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী চক্রবাক ক্লাবের বার্ষিক সাধারন সভা ও ২০২৫-২৬ নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠান বুধবার ২৫ ডিসেম্বর-২০২৪ ঘোড়ামরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ক্লাব জনাব শাহাদাত আলী চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভা আরম্ভ হয়। ১ম পর্বের শুরুতে ২৩-২৪ কার্যকরী পরিষদ বার্ষিক সাধারন সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। একইসাথে ক্লাবের সংগৃহীত যাকাত ফান্ড হতে আত্মকর্মসংস্থান প্রজেক্ট হিসেবে অত্র এলাকার একজন ব্যাক্তিকে মটর রিক্সা প্রদান করা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার ও ক্লাবের সদস্যদের মাঝে “স্টার এ্যাওয়ার্ড” প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান এবং ক্লাবের আজীবন সদস্য ডা. মনোয়ারুল হক শামীম, বিশেষ অতিথি ছিলেন ক্লাবের সম্মানিত পৃষ্ঠপোষক সদস্য আ.ম.ম সাজ্জাদ, এম আলাউদ্দিন চৌধুরী, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রধান নির্বাচন কমিশনার দিদারুল ইসলাম মাহমুদ, নির্বাচন কমিশনার এবং সাবেক সভাপতি ফেরদাউস আকবর ও সাবেক সাধারন সম্পাদক মো. নাজিম উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার এবং সাবেক সভাপতি মোজাম্মেল হক, মফিজুর রহমান সাজ্জাদ, সুফিউর রহমান টিপু, আমজাদ হোসেন, আজীবন সদস্য এটিএম এনায়েত উল্লাহ, আক্তার হোসেন, সুলতান আহম্মেদ, সাবেক সাংস্কৃতিক সম্পাদক শফিউল হক, আজীবন সদস্য মো. সাদেক, সাবেক সহ সভাপতি নুরুল হায়াত ডালিম, সাবেক সাধারন সম্পাদক আ.ম.ম জায়াদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান তৈমুর, সাবেক সাংগঠনিক সম্পাদক মুনিরুজ্জামান মুরাদ, জসিম উদ্দিনসহ ক্লাবের সাবেক কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, ক্লাবের আজীবন ও সিনিয়র-জুনিয়রবৃন্দ এবং সদ্য বিদায়ী ২৩-২৪ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।
সভার শেষ পর্বে প্রধান নির্বাচন কমিশন কর্তৃক আগামী ২ বছরের জন্য যাকাত কমিটি(ফান্ড সংগ্রহ ও বিতরণ) গঠন এবং পরিশেষে ২৫-২৬ নবনির্বাচিত কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান। সেসাথে সভার সমাপ্ত ঘোষণা করেন।