ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

নওগাঁয় বেড়েছে চালের দাম, মজুতবিরোধী অভিযানের দাবি

ধান চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় বেড়েছে চালের দাম। গত দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে ২-৪ টাকা। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও বেড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি চালে প্রকারভেদে বেড়েছে ১-৩ টাকা। খুচরা বাজারে চালের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছে নিম্ন এবং নিম্ন মধ্যম আয়ের মানুষেরা। চালের বাজারের সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের মজুতবিরোধী অভিযান প্রয়োজন বলে মনে করছেন খুচরা চাল ব্যবসায়ী এবং ভোক্তারা।

ব্যবসায়ীদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিতিশীলতা, ডলার রেট বৃদ্ধি এবং বড় কোম্পানিগুলোর ধান মজুত করে রাখার কারণে পাইকারি বাজারে চালের দাম ২-৪ টাকা করে বেড়েছে। চালের দাম বাড়ায় কমেছে বেচাকেনা।

নওগাঁ শহরের আড়তদারপট্টিতে খোঁজ নিয়ে দেখা যায়, বর্তমানে পাইকারি পর্যায়ে মানভেদে প্রতি কেজি চালের দাম ২-৪ টাকা বৃদ্ধি পেয়ে স্বর্ণা-৫ জাতের চাল ৫৩-৫৪ টাকা, জিরাশাইল ৭০-৭২ টাকা এবং কাটারিভোগ ৬৯-৭০ টাকা দরে বিক্রি করছেন মিল মালিক ও আড়তদাররা। দুই সপ্তাহ আগে এই মোকামে মানভেদে প্রতি কেজি স্বর্ণা-৫ জাতের চাল ৫১-৫২ টাকা, জিরাশাইল ৬৭-৬৮ টাকা এবং কাটারিভোগ ৬৬-৬৭ টাকা করে বিক্রি হয়েছিল।

অপরদিকে পৌর চাল বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, বর্তমানে খুচরা পর্যায়ে মানভেদে প্রতি কেজি স্বর্ণা-৫ জাতের চাল ৫৮-৬০ টাকা, জিরাশাইল ৭০-৭৪ টাকা এবং কাটারিভোগ ৭২-৭৫ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। দুই সপ্তাহ আগে খুচরা বাজারে প্রতি কেজি স্বর্ণা-৫ জাতের চাল ৫৬-৫৮ টাকা, জিরাশাইল ৬৮-৭০ টাকা এবং কাটারিভোগ ৭০-৭২ টাকা দরে বিক্রি হয়েছিল।

নওগাঁ পৌর চাল বাজারের খুচরা ব্যবসায়ী ঘোষ ট্রেডার্সের প্রোপাইটার মহাদেব ঘোষ বলেন, চালের দাম বেড়ে যাওয়ায় বাজারে বেচাকেনা একদমই নেই। ১০-১২ দিন আগে কাটারি চালের ৫০ কেজি বস্তা কিনছি ৩৪০০-৩৫০০ করে। এখন সেই বস্তা কিনতে হচ্ছে ৩৮০০-৩৯০০ করে। বাজরেও কোনো ক্রেতা নেই। চালও তেমন বিক্রি হচ্ছে না। মিলারদের যোগসাজশে চালের দাম বৃদ্ধি পাচ্ছে।

মা লক্ষ্মী ভান্ডারের খুচরা চাল ব্যবসায়ী উত্তম সরকার বলেন, ধানের দাম বেশি হওয়ার কারণে চালের দাম বেশি। প্রায় সব ধরনের চালে কেজিতে ২-৪ টাকা করে বেশি দামে বিক্রি করতে হচ্ছে এখন। বস্তা কিনতেই হচ্ছে বেশি দামে যার জন্য বিক্রিও বেশি দামেই করতে হচ্ছে। কিছু মিলাররা সিন্ডিকেট করে চাল মজুত করে রাখছে। মিলগুলোতে অভিযান চালালে চালের দাম কিছুটা কমে আসবে।

নওগাঁ শহরের আড়তদারপট্টির পাইকারি চাল ব্যাবসায়ী মেসার্স সততা রাইস এজেন্সির সত্ত্বাধিকারী সুকুমার ব্রহ্ম বলেন, এ বছর ধানের উৎপাদন কিছুটা কম। আবার ধানের দামও অনেক বেশি। যার কারণে চালের দাম কিছুটা বাড়তি। গত দুই সপ্তাহে সব ধরনের চালে ২-৪ টাকা করে বৃদ্ধি পেয়েছে। বড় কোম্পানি এবং বড় মিলাররা এখন চাল ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তারা ধান কিনে স্টকে রাখছে এবং ইচ্ছামতো দাম বাড়ায়ে বিক্রি করছে। সরকারের নিয়ম আছে তিন মাসের বেশি ধান কিনে স্টকে রাখতে পারবে না। গত কয়েক মাস থেকে স্টক বিরোধী অভিযানগুলো আর পরিচালনা হচ্ছে না। যার জন্য বাজার অস্থিতিশীল। বাজার মনিটরিং বাড়ানো গেলে চাল বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।

নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর ধানের উৎপাদন তুলনামূলক কম হয়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণে আনার জন্য বিদেশ থেকে চাল আমদানির অনুমতি দিলেও সেটিও কার্যকর হচ্ছে না। ডলার রেট বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশগুলো সেভাবে আমাদের ওপর ভরসা করতে পারছে না। যার জন্য ব্যবসা পরিস্থিতি খুব একটা ভালো না। শতভাগ মূল্য পরিশোধ ছাড়া বিদেশ থেকে চাল আমদানি করা যাচ্ছে না। এই কারণে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved