সন্দ্বীপ উন্নয়ন সমন্বয় কমিটির ২য় সভা শনিবার,২৮ ডিসেম্বর ঢাকার বনানী বৈশাখী পার্কে কর্নেল (অবঃ) দিদারুল আলম বীর প্রতীক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সন্দ্বীপের নতুন জেগে উঠা ৫২১ বর্গমাইল ভুমি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ, বাঁশবাড়িয়া-গুপ্তচরা ফেরী দ্রুত চালু, ঢাকা ট্রাংক রোড থেকে বাঁশবড়িয় সড়ক রহমতপুর পুল ঘাট পর্যন্ত দুই লেইন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দপ্তর সন্দ্বীপে পুনরায় স্থাপন, সন্দ্বীপে আঞ্চলিক পাসপোর্ট অফিস স্থাপন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
চৌধুরীর মাসুদ রেজা সিদ্দিকীর সঞ্চলনায় সভায় আলোচনা করেন লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) চৌধুরী হাসান সরয়োর্দী বীর বিক্রম, মোশাররফ হোসেন রিপন, অধ্যাপক জসিম উদ্দিন, সার্জেন্ট (অবঃ) তৌহিদুল মাওলা মাসুদ, গণসংহতি আন্দোলন জাতীয় পরিষদ সদস্য মনিরুল হুদা বাবন প্রমুখ।