নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নওগাঁয় শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। সোমবার সকালে শহরের সার্কিট হাউজ চত্বরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল। তিনি ফেষ্টুন উড়িয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও বেসরকারি সংগঠন মৌসুমীর উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর পর বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, তরুণদের উদ্দীপনা এবং জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় আগামীতে বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে।
‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর আওতায় আগামী ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে আরও অনেক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ব্যক্তিদের সংবর্ধনা, দুর্নীতি বিরোধী সেমিনার এবং পরিবেশ বিষয়ক সেমিনার। এসব কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল তার বক্তব্যে বলেন, দেশের যুব সমাজের মধ্যে নেতৃত্বের গুণাবলী এবং সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করার জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এই উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে সমাজ সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা আরও বেশি সামাজিক কাজে অংশগ্রহণ করবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার এহসান, রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম রবীন শীষ, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।