মঙ্গলবার, ৩১ ডিসেম্বর-২০২৪ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, চট্টগ্রাম ‘র সভাকক্ষে “পাহাড়ধসের পূর্বাভাসমূলক পদক্ষেপের জন্য কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক আগাম সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সম্পর্কিত পরামর্শক সভা” অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়ন, সেভ দ্য চিলড্রেন এর সহায়তায়, রাইমস ‘র কারিগরি সহায়তায় এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা বাস্তবায়িত “Anticipatory Action for landslides Causing Displacement for Communities in Chattogram District in Bangladesh” প্রকল্পের উদ্যোগে আয়োজিত পরামর্শক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নুরুল করিম, উপ পরিচালক বাংলাদেশ আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র, চট্টগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উজ্জ্বল কান্তি পাল, ইন্সপেক্টর বাংলাদেশ আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র চট্টগ্রাম, সানজিদা আক্তার প্রজেক্ট ম্যানেজার, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকল্পের প্রজেক্ট কো অর্ডিনেটর ড. প্রবাল বড়ুয়া, আবহাওয়া ও ভূ প্রাকৃতিক কেন্দ্র, চট্টগ্রাম ‘র সহকারী আবহাওয়াবিদ সুষ্মিতা বড়ুয়া প্রমূখ। এছাড়াও উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ গ্রহণ করেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। শুরুতে ইপসার পক্ষে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইপসার রিসার্চ, মনিটরিং এণ্ড ইভালুয়েশন এক্সপার্ট মো. মোরশেদ হাসান মোল্লা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র চট্টগ্রাম এর ইন্সপেক্টর আবহাওয়া বিজ্ঞানী উজ্জ্বল কান্তি পাল।
মতবিনিময় সভায় প্রকল্পের মূল উদ্দেশ্য বিশেষ করে আগামবার্তা/সতর্কবার্তা কার্যকর করার মাধ্যমে তথ্য সরবরাহ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ও কমিউনিটি পর্যায়ে সক্ষমতা বৃদ্ধিকরণ, প্রান্তিক পর্যায়ে মানুষের স্থানচ্যুতির কথা বিবেচনা করে কমিউনিটি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে পাহাড়ধস জনিত দুর্যোগ প্রস্তুতিমূলক পরিকল্পনা প্রণয়ন, পাহাড়ধস জনিত আগাম ব্যবস্থা পরিকল্পনা প্রণয়নের জন্য একটি কার্যকর পদ্ধতি সৃষ্টি করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পলিসির সাথে সম্পর্কিত হবে এবং উল্লেখিত নীতিমালা স্থায়িত্বশীলতার মাধ্যমে প্রকল্পের লক্ষ্যে অর্জন সর্বোপরি বৃষ্টি মরিমাপক/মাটির আদ্রতা মরিমাপক যন্ত্র স্থাপনের ক্ষেত্রে সার্বিক ও কারিগরি সহায়তা প্রদানে ঐক্যমত পোষণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপসার প্রজেক্ট অফিসার শৈতিংয়ী মারমা।