ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

থার্টি ফার্স্ট নাইটে সুবিধা বঞ্চিতদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’

কিছুটা ভিন্নভাবে বছরের শেষ এবং নতুন বছরের শুরুর রাতটি উদযাপন করেছে নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’। ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯ ঘটিকায় সংগঠনের সদস্যরা শান্তাহার রেলস্টেশনে ঘুরে ঘুরে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে অন্য রকম এক থার্টি ফার্স্ট নাইট পালন করেছেন তারা।

২০২৪ সালকে বিদায় আর ২০২৫ সালকে স্বাগত জানানোর মধ্য দিয়ে ৫০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র প্রদান করেন সংগঠনটি। শীতার্ত এসব মানুষও দোয়া ও ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিয়েছেন তাদের।

ব্যতিক্রমধর্মী এই আয়োজনের বিষয়ে জানতে চাইলে রূপসী নওগাঁর পরিচালক ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন, প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। এই দিনে মানুষ নানাভাবে আতশবাজি, ফানুস উড়িয়ে, বক্স ভাড়া করে নাচগানের আয়োজন করে। আর রাতের শেষে না হতেই পুরোপুরি অপচয় হয়ে যায়। আমার দেখেছি ফানুস উড়িয়ে রাজধানীতে অনেক দুর্ঘটনা ঘটেছে। আসুন আমরা টাকা অপচয় নষ্ট না করে সমাজের অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।

তিনি আরও বলেন, বিশ্বের অধিকাংশ মানুষ এই দিনকে নানাভাবে উদযাপন করে। আমরাও রূপসী নওগাঁ পরিবার চেষ্টা করছি এই রাতে পরিবর্তন এনে বছরের শুরুটা ভালো কাজের ভেতর দিয়ে মানুষ নতুন বছর শুরু করুক।
সেই ধারাবাহিকতায় আমাদের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে, যা বিগত কয়েক বছর ধরে করা হচ্ছে। রূপসী নওগাঁ পরিবার সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

রূপসী নওগাঁ-এর সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান (সুজন) বলেন, বিশেষ বিশেষ দিনগুলো স্মরণ করে রাখার অনেক মাধ্যম আছে। আমরা এই দিনগুলোতে অপচয় না করে, মানুষের কষ্টদায়ক কার্যক্রম না করে মানুষের উপকারে আসবে এমন কার্যক্রম করলে কিছু অসহায় মানুষের মুখেও হাঁসি ফুটবে।

এ সময় উপস্থিত ছিলেন— স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, ‘রূপসী নওগাঁ’-এর ইঞ্জি. সাজু রহমান সুজন, সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাদ্দাম, সদস্য সাঈদ জোবায়েদ অনিক, মাওলানা শামীম আহমেদ নুরী, এনআরবিসি ব্যাংক নওগাঁ শাখার অপারেশন ম্যানেজার একেএম নাছরুল হুদা, আত্রাই উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লুৎফর রহমান,কায়েস সরদার , আঃ মজিদ, হাবিব, আজিজুর রহমান রাজা।

উল্লেখ্য, ‘রূপসী নওগাঁ’ ২০১৬ সালে যাত্রা শুরু করে। গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ ও শিক্ষাদান কর্মসূচী, পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ, তাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করা ও পাঠ্যপুস্তক বিতরণ, বিনামূল্যে রক্তদান ও জনসাধারণকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ তৈরি করা, সমাজের অসহায় অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, অসহায় অবহেলিত পরিবারের মাঝে ঈদে পোশাক ও ঈদ সামগ্রী বিনামূল্যে বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ, দুস্থ ও অসহায়দের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচী ও বৃক্ষ রোপণে উৎসাহিত করা, বয়স্ক লোকদের শিক্ষার ব্যবস্থা করা, বেওয়ারিশ লাশ দাফন, পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক কর্মসূচী ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক ক্যাম্পেইনগুলো ধারাবাহিকভাবে পালন করে আসছে সংগঠনটি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved