চান্দগাঁও থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ০৩ জন সদস্য গ্রেফতার ও তাদের হেফাজত হতে ০৪ টি মোটরসাইকেল উদ্ধার।
৩ জানুয়ারি রাত ০১.৩০ টায় চান্দগাঁও থানাধীন বসুন্ধরা ক্লাবের বিপরীতে মেম্বারের বিল্ডিংয়ের নীচ তলায় (ব্যাচেলর বাসা) হতে আসামী মোঃ আবুল কালাম আজাদ (২২) ও আসামী নীরব শীল প্রকাশ সুজন (২৯) দ্বয়কে আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়,চান্দগাঁও থানার এসআই (নি:) ইমরান ফয়সাল এসআই(নিঃ) মৃনাল কান্তি মজুমদার, এসআই(নিঃ) কাজী মনিরুল করিম, এসআই(নিঃ) হৃদয় মাহমুদ লিটন ও এএসআই (নিঃ) জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ইং ২জানুয়ারি ২টায় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানাধীন বসুরহাট নতুন বাস স্ট্যান্ড এর পশ্চিম পাশে মহিনের গ্যারেজে হতে চান্দগাঁও থানার মামলা নং-১৬, তাং-১৭/১১/২০২৪ইং, এর আসামি মোঃ রাশেদুল ইসলাম (২৮)কে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হতে চোরাই হওয়া ০১টি Apache RTR উদ্ধার করেন।
আটককৃত আসামীর স্বীকারোক্তিতে থানাধীন এলাকা হতে আসামী মোঃ আবুল কালাম আজাদ (২২) ও আসামী নীরব শীল প্রকাশ সুজন (২৯) দ্বয়কে আটক করেন। এবং আসামীদ্বয়ের স্বীকারোক্তি মতে চান্দগাঁও থানাধীন বসুন্ধরা ক্লাবের বিপরীতে মেম্বারের বিল্ডিংয়ের নীচ তলায় (ব্যাচেলর বাসা) সামনে হতে চোরাইকৃত ক) ০১ (এক)টি লাল কালো রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটর সাইকেল ও খ) ০১ (এক)টি লাল কালো সাদা রংয়ের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল এবং গ) ০১টি ডিসকভার মোটর সাইকেল, যাহার রেজিঃ নং-চট্টমেট্টো-হ-১৮-৪১৫১ উদ্ধার করেন।
তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-০২, তারিখ-০৩/০১/২০২৪ইং, ধারা-৪১৩/১০৯ পেনাল কোড রুজু করা হয়েছে। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা পাওয়া গেছে।