মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ আহমেদ’র মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রোববার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মৃত্যু বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৭ বছর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় বলেন, তার মৃত্যুতে তার পরিবার পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শন ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে বিশ্বাসী ছিলেন গাজি মারুফ আহমদ।
গাজি মারুফের মৃত্যুতে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, মনোয়ার আহমেদ রহমান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক মুহিতুর রহমান, জালালাবাদ জার্নালিষ্ট অ্যাসোশিয়েশনের সধারণ সম্পাদক আনহার আহমদ সমসাদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম মেহেদী হাসান, মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া, যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক জানিয়েছেন।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পাঠানো শোক বার্তায় বলেন, গাজী মারুফ আহমেদ -এর মৃত্যুতে আমি মৌলভীবাজার জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন, আমিন।